অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজধানীর বাড্ডায় বিক্ষোভ

|

অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজধানীর বাড্ডায় বিক্ষোভ

অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে চালক ও শ্রমিকরা। শুক্রবার দুপুরে রাজধানীর বাড্ডা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শতাধিক চালক-শ্রমিক।

এসময় প্রায় ৩০ মিনিট বাড্ডা থেকে রামপুরামুখী সড়কে যান চলাচল বন্ধ থাকে। সাময়িক ভোগান্তিতে পড়ে বাসসহ কয়েক’শ যানবাহন। পরে তারা সড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ করে।

অটোরিকশা চালকদের দাবি, সরকার অটোরিকশা বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে হাজার হাজার চালক ও শ্রমিকের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে। তাদের দাবি অবিলম্বে সিদ্ধান্ত বাতিল করার দাবিও জানান তারা।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply