বিমানবাহী রণতরী যুক্ত হচ্ছে ভারতীয় নৌবাহিনীতে

|

নিজেদের নৌবাহিনীতে প্রথমবারের মত বিমানবাহী রণতরী যোগ করতে যাচ্ছে ভারত। আগামী বছর ভারতে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমানবাহী রণতরীটি উদ্বোধনের ঘোষণা দিয়েছে দেশটির নৌ বাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানানো হয়েছে, শুক্রবার (২৫ জুন) কেরালার কোচিতে রণতরিটির নির্মাণকাজ পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ভারতের প্রথম বিমানবাহী রণতরি আইএনএস বিক্রান্ত আগামী বছর জলে ভাসবে। এ সময় তিনি আরও বলেন, ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে আইএনএস বিক্রান্তের কার্যক্রম শুরু হবে। এটা ভারতীয়দের জন্য ভীষণ গর্বের একটি বিষয়। একই সঙ্গে এটি আত্মনির্ভর ভারত গড়ার একটি অনন্য দৃষ্টান্ত।

আইএনএস বিক্রান্ত ইন্ডিজেনাস এয়ারক্রাফট ক্যারিয়ার ১ বা আইএসি-১ নামেও পরিচিত। কেরালার কোচিন শিপইয়ার্ড লিমিটেড ভারতের প্রথম বিমানবাহী এই রণতরীটি নির্মাণ করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply