কোপা আমেরিকায় কলম্বিয়ার সাথে ম্যাচের পর ব্রাজিলের মাঠের সমালোচনা করে জরিমানার মুখে পড়েছেন দেশটির জাতীয় দলের কোচ তিতে। সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, নিজের দেশের মাঠ নিয়ে বিরূপ মন্তব্য করায় দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ৫ হাজার ডলার জরিমানা করেছে তাকে।
কলম্বিয়ার সাথে ম্যাচে কষ্টার্জিত জয়ের পর সংবাদ সম্মেলনে এসে তিতে বলেছিলেন, এই মাঠে ভাল ফুটবল খেলা সম্ভব না। ইউরোপে অনেক ভাল মাঠে খেলা হচ্ছে। কিন্তু আমাদের এখানে মাঠ বাজে। এখানে খেলে আমাদের ফুটবল নষ্ট হতে পারে। এই মন্তব্যের জেরেই শাস্তির মুখে পড়তে হলো তিতেকে।
এর আগে করোনা পরিস্থিতির মধ্যে কোপা আমেরিকা আয়োজন করার বিরোধিতা করায় বলিভিয়ার স্ট্রাইকার মার্সেলো মার্টিনেসকে ২০ হাজার ডলার জরিমানা করেছিলো কনমেবল।
Leave a reply