লকডাউনে মোতায়েন থাকবে সেনাবাহিনী-বিজিবি

|

দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে আগামী সোমবার (২৮ জুন) থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউনে যাচ্ছে সারাদেশ। উক্ত লকডাউনে মানুষকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে দেশজুড়ে পুলিশের পাশাপাশি বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪ দিনের সম্পূর্ন শাটডাউনের সুপারিশের একদিন পরই কঠোর লকডাউনের সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, লকডাউন চলাকালীন জরুরি কারণ ছাড়া বাইরে বের হওয়া যাবে না। আসলে আমরা চাইছি যেন পুরোপুরি কার্যকর লকডাউন পালন করতে পারি। খুবই কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছি। সেখানে গণপরিবহন ও অফিস-আদালত একেবারে বন্ধ থাকবে। শুধু জরুরি সেবা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানপাট সীমিত সময়ের জন্য খোলা থাকবে। আমাদের চাওয়া মানুষ যেন ঘরে থাকে।

কঠোর এই লকডাউনের ব্যাপারে আগামীকাল শনিবার (২৬ জুন) প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply