পুকুরপাড়া ও প্রাঞ্জংপাড়া গ্রামের মানুষ যেভাবে পানি সংগ্রহ করে

|

সমতল থেকে প্রায় ১২শ ফুট উঁচুতে প্রায় ৩০ একরের রাইক্ষ্যং লেক। যার দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। দুর্গম এই লেকের দুই পাড়ে আছে পুকুরপাড়া ও প্রাঞ্জংপাড়া নামে দুটি পাহাড়ি গ্রাম। যেখানে বসবাস প্রায় ২০০ ত্রিপুরা পরিবারের। আছে সেনাবাহিনীর একটি বড় ক্যাম্পও। কিন্তু নেই সুপেয় পানি। পানির জন্য তাদের জনবসতি থেকে ২০-২৫ মিনিট দুরত্বে হেঁটে ঝিরি থেকে চুইয়ে পড়া পানি সংগ্রহ করতে হয়।

তবে বিশাল-রহস্যময় রাইক্ষ্যং লেকের পানি সবসময় পান করা যায় না। কথিত আছে বছরের একটা সময় এখানকার পানি বিষাক্ত হয়ে যায়। তাই পাহাড়ি ঝিরির পানিই ভরসা। পাহাড়ি গ্রামগুলোতে ঝিরি বা ঝর্ণা থেকে পাইপ লাইন টেনে পানি নেয়া হয়েছে ঘরবাড়িতে। কিন্তু রাইক্ষ্যং লেকে এমন পানির লাইন নেয়ার উদ্যোগ নেয়নি প্রশাসন।

এই ব্যাপারটি নিয়ে ইউনিয়ন-উপজেলা-জেলা পরিষদ, প্রশাসন সবার কাছে আবেদন জানিয়েও কোনো সহায়তা পাচ্ছে না পানির জন্য চরম ভোগান্তি পোহানো মানুষ।

স্থানীয়রা বলছে, ব্যক্তি বা কোনো উন্নয়ন সংস্থা থেকে আর্থিক ও কারিগরি সহায়তা নিয়ে হলেও যদি তাদের পানিসংকট সমাধান করা যায়, তাই যেন করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply