করোনাকালে প্রযুক্তি সেবা প্রাপ্তিতে পিছিয়ে পড়ছে তৃণমূলের মানুষরা। মোবাইল হ্যান্ডসেট এবং সেবার উচ্চমূল্যের কারণে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী এক বছরের জন্য হ্যান্ডসেট আমদানিতে শুল্ক কমানোর আহ্বান জানিয়েছেন টেলিযোগাযোগ খাতের বিশেষজ্ঞরা।
শনিবার সকালে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ডিজিটাল সেবা ও প্রযুক্তি পণ্যের সংকট’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
দেশের ৯টি প্রতিষ্ঠান হ্যান্ডসেট উৎপাদন করলেও দাম কমছে না- এমন অভিযোগ করেন বক্তারা। হ্যান্ডসেট নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, প্রতি বছর দেশে ৩ কোটি সেট বিক্রি হয়। কিন্তু এর মধ্যে স্মার্টফোন বিক্রি হয় মাত্র ৩০ শতাংশ। স্মার্টফোনের ব্যবহারকারী না বাড়লে প্রযুক্তি বৈষম্য কমানো সম্ভব নয়। প্রয়োজনে সরকারি-বেসরকারি উদ্যোগে স্বল্প আয়ের মানুষের জন্য কিস্তি সুবিধায় স্মার্টফোন কেনার সুযোগ করে দিতে হবে।
ইউএইচ/
Leave a reply