ছাত্রদল কর্মীদের হুমকির শিকার হলেন জাফরুল্লাহ চৌধুরী

|

প্রেসক্লাবে প্রকাশ্যে ছাত্রদল কর্মীদের হুমকির শিকার হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। ‘বিএনপির ক্ষমতায় আসার ইচ্ছা নেই, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের বিশ্রামে পাঠানো উচিত’ ডা. জাফরুল্লাহ চৌধুরীর এমন বক্তব্যের পরই ছাত্রদল কর্মীরা হুমকি দেন তাকে। অবশ্য ডা. জাফরুল্লাহ জানিয়েছেন, রাজনীতির বিষয়ে সত্য কথা চালিয়ে যাবেন তিনি।

আজ শনিবার (২৬ জুন) করোনাকালে শিক্ষা বাজেট নিয়ে প্রেসক্লাবে এক আলোচনার আয়োজন করা হয়। সেখানে আলোচনা করেন সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা.জাফরউল্লাহ চৌধুরী। যেখাবে বক্তারা শিক্ষা ব্যবস্থার নানা নেতিবাচক দিক তুলে ধরেন।

অনুষ্ঠান ডা.জাফরউল্লাহ চৌধুরী বলেন, বিএনপি পরিচালিত হয় দেশের বাইরে থেকে আসা ‘ওহির’ মাধ্যমে। দল বাঁচাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দুই বছর বিশ্রামে থাকার কথা বলেন তিনি।

এতেই ঘটে বিপত্তি। অনুষ্ঠান চলাকালেই ছাত্রদল নেতাকর্মীরা প্রকাশ্যে হুমকি দেন ডা. জাফরউল্লাহ কে। পরবর্তীতে যেকোন পরিস্থিতির জন্য তৈরি থাকতেও বলেন তাকে।

এমন ঘটনার পরও বক্তব্য চালিয়ে যান গণস্বাস্থের প্রতিষ্ঠাতা। বলেন, এক নেতার গুণগানের জন্যই বিএনপির বর্তমান করুণ পরিণতি।

অবশ্য অনুষ্ঠান শেষে অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রেসক্লাব ত্যাগ করেন ডা. জাফরউল্লাহ চৌধুরী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply