সেনা প্রত্যাহার করলেও আফগানিস্তানের পাশেই থাকবে যুক্তরাষ্ট্র

|

সেনা প্রত্যাহার করলেও আফগানিস্তানের পাশেই থাকবে যুক্তরাষ্ট্র। সফররত আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সাথে বৈঠকে এ আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, আফগানিস্তানের নিরাপত্তা ও উন্নতিতে সবধরনের সহায়তা অব্যাহত থাকবে ওয়াশিংটনের তরফ থেকে।

তবে মার্কিন প্রেসিডেন্টের মতে, দেশটির ভবিষ্যত নিজেদেরই ঠিক করতে হবে আফগানদের। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার আহ্বান জানান আশরাফ ঘানি। আফগানিস্তান নিজেই নিজের নিরাপত্তা নিশ্চিতে সক্ষম বলেও দাবি তার। তালেবানের সাথে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সংকট মোকাবিলার ইঙ্গিত দেন আফগান প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আফগানিস্তানের নেতাদের দায়িত্ব আরও বেড়ে গেলো। নিজেদের ভবিষ্যত নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে তাদেরই। তবে সেনা প্রত্যাহার করে নিলেও দেশটির সার্বিক উন্নতিতে মার্কিন সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের সম্পর্ক ভবিষ্যতে আরও মজবুত হবে।

এ বিষয়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। আফগান প্রতিরক্ষা বাহিনী তাদের দায়িত্ব পালনে প্রস্তুত। আশা করি রাজনৈতিক আলোচনার মাধ্যমে সকল প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম হবো।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply