সোমবার নয়, বৃহস্পতিবার থেকে সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’

|

করোনা মহামারি নিয়ন্ত্রণে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে দেশে ‘সর্বাত্মক লকডাউনের’ ঘোষণা দিয়েছে সরকার। তবে সোমবার থেকে সীমিত আকারে লকডাউন প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, সোমবার থেকে ‘কঠোর লকডাউনে’ যাওয়ার কথা জানিয়েছিল সরকার।

সভাসূত্রে জানা গেছে, মানুষের প্রস্তুতি, চলমান বাজেট অধিবেশনসহ বেশ কিছু বিষয় বিবেচনায় নিয়ে বুধবার পর্যন্ত চলমান বিধিনিষেধই বলবৎ থাকবে। বৃহস্পতিবার থেকে সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করবে সরকার। এই সময়ে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের গাড়ি চলাচলও বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে।

এর আগে, শুক্রবার সরকারে একাধিক মন্ত্রী জানিয়েছিলেন, সোমবার থেকে সাত দিনের জন্য কঠোর এই বিধিনিষেধ পালন করা হবে। পরে প্রয়োজন হলে আরও বাড়ানো হবে। লকডাউন কঠোরভাবে পালনের জন্য পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকতে পারে।






সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply