কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে নেমে এসেছে দুইটি বন্য হাতি। শনিবার (২৬ জুন) সন্ধ্যায় সন্ধায় হাতি দুইটিকে উদ্ধার করে টেকনাফের নেটং পাহাড়ের অভ্যন্তরে পাঠিয়ে দেয় এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা।
এর আগে দুপুরের দিকে হাতি দুইটিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীর প্যারাবনে দেখতে পায় স্থানীয়রা। এ সময় স্থানীয় লোকজনের ভীড় জমে গেলে হাতি দুইটি প্যারাবনে ছুটাছুটি শুরু করে। স্থানীয়রা খবর দেয় বনবিভাগে।
হাতি দুইটিকে উদ্ধারে নেতৃত্বদানকারী দক্ষিণ বনবিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানান, নাফনদীর প্যারাবনে দুইটি মা হাতি এদিক-ওদিক ছুটছিল। দীর্ঘসময় চেষ্টার পর হাতি দুইটিকে উদ্ধার করে পাহাড়ের দিকে প্রবেশ করতে বাধ্য করা হয়।
রেঞ্জ কর্মকর্তা জানান, খাবারের সন্ধানে হাতি দুইটি মিয়ানমার থেকেও আসতে পারে আবার টেকনাফের নেটং পাহাড় থেকেও নেমে গিয়ে থাকতে পারে।
Leave a reply