পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা দোকানে প্রতি কেজিতে প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে ১ থেকে ২ টাকা। এর মধ্যে পোলাওয়ের চালসহ রয়েছে মিনিকেট, নাজিরশাইল, ব্রি আটাশসহ অন্যান্য চালগুলোও।
রাজধানীর বাড্ডা বাজারের চাল বিক্রেতারা বলছেন, দাম বাড়তে থাকায় ক্রেতাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের। তারা জানাচ্ছেন, পাইকারি বাজারে দাম বাড়ায়ই খুচরা বিক্রিতে দাম বাড়াতে হচ্ছে তাদের। তবে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম বেশি হওয়ায় মিল মালিকরা বাড়িয়েছে চালের দাম। মালিকদের বেধে দেয়া দামেই কিনতে হচ্ছে চাল, তাই তাদের কিছুই করার নেই।
খুচরা বাজারে প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে ৬৫ টাকা, আর ৬০ টাকায় মিলছে নাজির শাইল। ব্রি-২৮ প্রতি কেজির দাম ৫০ টাকা।
ভরা মৌসুমে চালের দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। অনেকেরই অভিযোগ, দাম স্থিতিশীল রাখতে সরকারের নজরদারি না থাকায়ই যখন তখন বাড়ছে চালসহ অন্যান্য পণ্যের দাম।
Leave a reply