নাদিয়া নাদিম যেভাবে ডেনমার্কের পোস্টার গার্ল

|

আফগানিস্তানের দুর্গম অঞ্চল থেকে উঠে আসা নাদিয়া নাদিম আজ ডেনমার্কের পোস্টার গার্ল। দেশটির নারী ফুটবল দলের হয়ে এ পর্যন্ত ৯৮ ম্যাচ খেলে করেছেন ২০০ গোল। অথচ তালেবানের রোষানলে পড়ে মাত্র ১১ বছর বয়সে পিতৃহারা হয়েছিলেন তিনি। এরপর শরণার্থী হিসেবে ডেনমার্কে থিতু হওয়া। আর সেখান থেকেই ইতিহাস গড়ে আজ অনন্য উচ্চতায় নাদিয়া নাদিম।

ঝড় ঝাপটায় বেড়ে ওঠা গাছের ডালপালা সহজেই ভেঙে পড়ে না। উল্টো সবুজের সৌন্দর্ষ্য ছড়িয়ে প্রকৃতিকে করে আরও বেশি প্রাণবন্ত। ঠিক তেমনি এক নাম নাদিয়া নাদিম। ডেনমার্কের হয়ে এই নারী ফুটবলার খেলেছেন ৯৮ ম্যাচ, করেছেন ২০০ গোল। সব মিলয়ে বিশ্ব ফুটলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখেছেন নিজের নাম।

আফগানিস্তানের হেরাত শহরে জন্ম নাদিয়ার। বাবা ছিলেন আফগান সেনা সদস্য। ধরে নিয়ে একদিন তাকে হত্যা করে তালেবানবান জঙ্গিরা। বাবা হারানো পরিবারের দায়িত্ব পরে ১১ বছর বয়সী নাদিয়ার কাঁধে। ট্রাকের পিছে লুকিয়ে স্বপরিবারে পাহাড় ঘেঁষা ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে পরিবারসহ একসময় ডেনমার্কে আশ্রয় নেন তিনি।

বাবাহারা শিশু নাদিয়া এরপর থেকেই পড়েন বাস্তবতা নামের ঝড়ের মুখে। এসবের মাঝেই আদর্শ নারী হয়ে ওঠা তার। ১১টি ভাষায় কথা বলতে পারদর্শীতার পাশাপাশি পড়ালেখা করেছেন চিকিৎসা বিজ্ঞানে। রিকন্ট্রাক্টিভ সার্জন হিসেবে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন, চালিয়ে যাচ্ছেন ফুটবল খেলাও।

সব কিছু মিলিয়ে নাদিয়া নিজের সাফল্যে একজন কীর্তিমান ফুটবলারই নন, একজন আদর্শ নারী হিসেবেও তার পরিচিতির কমতি নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply