আখাউড়ায় চাঁদাবাজি করতে এসে আটক ওয়ারেন্টভুক্ত আসামি

|

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চাঁদাবাজি করতে এসে বাবুল মিয়া নামে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ জুন) সকালে বাবুলকে কসবা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এর আগে শনিবার বিকালে আখাউড়ার ধরখার ফাঁড়ি থানা পুলিশ বাবুলকে আটক করে। বাবুল মিয়ার বিরুদ্ধে কসবা থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, লুটতরাজসহ ৫টি মামলা রয়েছে। বাবুল ওইসব মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার (২৬ জুন) বিকালে কসবা উপজেলার নিমবাড়ি গ্রামের ডাকাত সর্দার বাবুল মিয়া তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আখাউড়া উপজেলার ধরখার গ্রামের বাসিন্দা শোভা মিয়ার বাড়িতে এসে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় হট্টগোল শুনে প্রতিবেশীরা চলে আসলে তারা বাবুলকে আটক করতে সক্ষম হলেও তার সঙ্গীরা পালিয়ে যায়। পরে তাকে ধরখার ফাঁড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ধরখার ফাঁড়ি থানার ইনচার্জ বিমল কর্মকার বলেন, শোভা মিয়ার বাড়িতে লোকজন নিয়ে চাঁদা আদায় করতে গিয়েছিলো ডাকাত বাবুল। এসময় স্থানীয়রা তাকে আটক করে। সে কসবা থানার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
বাবুলকে ইতোমধ্যেই কসবা থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply