মগবাজার বিস্ফোরণে ৩ জনের ৯০ ভাগ পুড়ে গেছে

|

রাজধানীর মগবাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আশঙ্কাজনক অবস্থায় ১৭ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় থাকা তিনজনের শরীরের ৯০ ভাগই পুড়ে গেছে।

শেখ হাসিনা বার্ন ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন খবরটি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ইতোমধ্যে ২ জন নিহত হয়েছে এবং গুরুতর অবস্থায় থাকা তিনজনের ৯০ ভাগ পুড়ে গেছে।

রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা দিকে ওয়ারলেস এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সসহ ১৪টি ইউনিট কাজ করছে। তবে কীভাবে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভবনটিতে থাকা সিঙ্গারের শোরুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় আশপাশের ভবন ও রাস্তায় থাকা বিভিন্ন যানবাহনের গ্লাস ভেঙে পড়ে। রক্ষা পায়নি রাস্তার অপর প্রান্তে থাকা আড়ংয়ের শোরুমের গ্লাসও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply