টাইগ্রেতে অস্ত্রবিরতির ঘোষণা দিলো ইথিওপিয়া

|

টাইগ্রেতে অবশেষে অস্ত্রবিরতির ঘোষণা দিলো ইথিওপিয়ার সরকার। সোমবার (২৮জুন) অঞ্চলটির অন্তর্বর্তী প্রশাসনের বিবৃতিতে আসে এ ঘোষণা দেয়া হয়।

এর কিছুক্ষণ আগেই টাইগ্রের রাজধানী মেকেলে দখলে নেয়ার দাবি করে বিদ্রোহী গোষ্ঠী টিপিএলএফ।

বিদ্রোহীদের মুখপাত্র রয়টার্সকে জানান, অন্তর্বর্তী প্রশাসনকে হটিয়ে এখন তাদের হাতে শহরের নিয়ন্ত্রণ। মেকেলের রাস্তায় টিপিএলএফ বিদ্রোহীদের উপস্থিতির কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরাও। তবে এ বিষয়ে কিছু জানায়নি ইথিওপিয়ার সরকার।

রাষ্ট্রীয় বিবৃতিতে বলা হয়, ওই অঞ্চলে প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরিতেই অভিযান বন্ধের সিদ্ধান্ত। কৃষি মৌসুম চলা পর্যন্ত কার্যকর হবে অস্ত্রবিরতি। শান্তি প্রক্রিয়া দীর্ঘস্থায়ী হবে বলে আশাবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

টাইগ্রে প্রশাসন প্রধান আব্রাহাম বেলে জানায়, মানবিকতার খাতিরে আর পরবর্তী ক্ষয়ক্ষতি এড়াতে সরকারের অস্ত্রবিরতির সিদ্ধান্ত। এখানকার কমিউনিটি বহুদিন ধরেই বহুমুখি সমস্যার মুখোমুখি। আশা করছি এবার দীর্ঘদিনের সংকট সমাধানে একটি কার্যকর পথ তৈরি হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply