গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ সীমিত করতে চূড়ান্ত পদক্ষেপ নিলো ইউরোপীয় ইউনিয়ন। সোমবার (২৮ জুন) বুলগেরিয়া ছাড়া এই চুক্তিতে অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ২৬ দেশ।
গত এপ্রিলে ইইউভুক্ত দেশগুলোর স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৫৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এতে বলা হয়, ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ নামিয়ে আনা হবে শূন্যের কোটায়। সোমবারের বৈঠকে সেই চুক্তিটিরই আনুষ্ঠানিক অনুমোদন দেন ইইউ নেতারা। গত সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন পায় চুক্তিটি। সদস্য রাষ্ট্রগুলোর স্বাক্ষরের পর আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হবে চুক্তিটি।
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির বিরুদ্ধে লড়াইয়ে বিশাল পদক্ষেপের অংশ হিসেবে আসলো এ সিদ্ধান্ত। এর আগে, গত এপ্রিলে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন তারা। যেখানে বলা হয়, ১৯৯০ সালে যে পরিমাণ কার্বন নিঃসরণ হত,
আগামী ২০৩০ সালের মধ্যে তা কমিয়ে নেয়া হবে ৫৫ শতাংশে। আর ২০৫০ সালের মধ্যে এ পরিমাণ নামবে একেবারে শূণ্যের কোটায়। বৈঠকে এর পক্ষে ভোট দেয় ইইউ এর ২৬ টি দেশ। পরবর্তীতে পাশ করা হবে এ সংক্রান্ত আইন। আনুষ্ঠানিকভাবে নেতারা সাক্ষর করে চূড়ান্ত করবেন আইন।
Leave a reply