মগবাজার বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেছে পুলিশ। এতে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার সকালে রমনা থানায় এ ঘটনায় মামলা করে পুলিশ। ঘটনায় ভবন মালিক এবং ভাড়াটিয়া ব্যবসায়ীদের গাফিলতির বিষয়টি তদন্ত করা হবে বলে জানায় পুলিশ।
এদিকে পুলিশের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান জানান, জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটতে পারে, নিচতলায় এখনো ১২ শতাংশ মিথেন গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। বিস্ফোরণে এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। এতে আহত হন অর্ধশতাধিক মানুষ।
উল্লেখ্য, রোববার সন্ধ্যার এই বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশেও। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এনএনআর/
Leave a reply