ভাঙনের কবলে পড়েছে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ। ধসে পড়েছে মূল বাঁধের অন্তত ২৫০ মিটার। জিও ব্যাগ আর ব্লক ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। এতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
বাঁধের পুরাতন জেলখানা ঘাট এলাকায় মঙ্গলবার দুপুর থেকে হঠাৎ ভাঙন শুরু হয়। মুহূর্তেই ধসে যায় বাঁধের ২৫০ মিটার জায়গা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পানি উন্নয়ন বোর্ড। তারা জিও ব্যাগ আর ব্লক ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। তবে স্থানীয়দের দাবি, এভাবে জোড়াতালি দিয়ে নয়, স্থায়ী মেরামতের ব্যবস্থা করতে হবে। এর আগেও ২০১৩ সালে হার্ড পয়েন্টে অন্তত ২৫০ মিটার ধসে পড়েছিলো বলে জানিয়েছেন স্থানীয়রা।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানাচ্ছেন, উজানের ঢলে যমুনার পানি বাড়ছে। ফলে নদীতে তীব্র ঘূর্ণিস্রোত সৃষ্টি হয়েছে। তাতেই ধস দেখা দিয়েছে।
Leave a reply