করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হতে যাচ্ছে সাত দিনের জন্য সর্বাত্মক লকডাউন। এই লকডাউনে জরুরি কারণ ছাড়া ঘর থেকে বের হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মঙ্গলবার (২৯ জুন) সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে। এছাড়াও আজ বুধবার (৩০ জুন) ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন এবার থাকবে না মুভমেন্ট পাস
ওই তথ্য বিবরণীতে বলা হয়েছে, সরকার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং জনসাধারণ ও যানবাহন চলাচলে বন্ধে বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এ সময়ে শুধুমাত্র জরুরি পরিষেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ঘরে বাইরে গেলে থাকতে হবে জরুরি কোনো কারণ।
তথ্য বিবরণীতে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। বলা হয়েছে, লকডাউন বাস্তবায়নে পুলিশ-বিজিবির সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনীও।
Leave a reply