ফ্লোরিডায় ভবনধসের ঘটনায় আর কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই। তবুও নিখোঁজদের মরদেহ পরিবারের কাছে ফিরিয়ে দিতে এখনও চলছে তল্লাশি।
আজ বৃহস্পতিবার (৩০জুন) দুর্ঘটনার একসপ্তাহের মাথায় ‘চ্যাম্পলিন টাওয়ার’ এলাকায় দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন স্বস্ত্রীক পরিদর্শনে যাবেন। এরইমাঝে ফ্লোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট।
গত বৃহস্পতিবার (১৭জুন) গভীররাতে ১২তলা ভবনটির একাংশ ধসে পড়ে। যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ার ধসের পর এটাই এতোবড় দুর্ঘটনা। ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ আরও ১৪৮ বাসিন্দা।
ধারণা করা হচ্ছে, তারা কেউ আর জীবিত নেই। তবুও শব্দ শনাক্তকরণে ব্যবহৃত সোনার মেশিনের মাধ্যমে চলছে প্রাণের স্পন্দন খোঁজার চেষ্টা। এ কাজে সহযোগিতা করছে মেক্সিকো ও ইসরায়েলের উদ্ধারকর্মী দল। ২০১৮ সালেই ভবনটির কাঠামোগত ত্রুটির কথা জানিয়েছিলেন প্রকৌশলীরা।
Leave a reply