ডাচ জাহাজের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ রাশিয়ার

|

এবার নেদারল্যান্ডসের যুদ্ধজাহাজের বিরুদ্ধে জলসীমা লঙ্ঘন এবং অনুপ্রবেশের অভিযোগ তুললো রাশিয়া। মঙ্গলবার, এক বিবৃতিতে এ কথা জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার অভিযোগ, কৃষ্ণসাগরে ঢুকে পড়ে মাঝারি একটি ডাচ জাহাজ। সেটিকে রুখতে যুদ্ধবিমান প্রেরণ করে তারা। তবে নিরাপদ দূরত্ব বজায় রেখেছিল বিমানটি। কোন প্রকার হামলাও করেনি।

এদিকে, রাশিয়ার দাবি অস্বীকার করে ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাল্টা হয়রানির অভিযোগ তোলে রাশিয়ার বিরুদ্ধে।

এক বিবৃতিতে ডাচরা জানায়, জলসীমা অতিক্রম করেনি তাদের রণতরীটি। বরং মিসাইলবাহী একটি বিমান তাদের যুদ্ধজাহাজটিকে আক্রমণের চেষ্টা চালায়। গেল সপ্তাহে জলসীমায় প্রবেশের অভিযোগে ব্রিটিশ রণতরীকে গুলি ছুড়ে তাড়া করে রাশিয়া। এতে তীব্র বাকযুদ্ধ শুরু হয় লন্ডন ও মস্কোর মধ্যে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply