ভারত থেকে ভ্যাকসিন নেবে না ব্রাজিল

|

ছবি: সংগৃহীত।

ভারতের সাথে ৩২ কোটি ৪০ লাখ ডলারের করোনা ভ্যাকসিন কেনার চুক্তি স্থগিত করতে যাচ্ছে ব্রাজিল। মঙ্গলবার (২৯জুন) দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ চুক্তি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।

ব্রাজিল প্রেসিডেন্ট জেইর বলসোনারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরই এমন ঘোষণা আসে।

এবছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ভারত বায়োটেকের সাথে চুক্তি করে ব্রাজিল। সেই চুক্তির ২ কোটি ডোজের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে জেইর বলসোনারোর বিরুদ্ধে। অনিয়মের অভিযোগে দেশটির ফেডারেল প্রসিকিউটর তদন্ত শুরু করেছে। ভ্যাকসিনের উচ্চ মূল্য, দ্রুততার সাথে চুক্তি সম্পাদন এবং অনুমোদনের আগেই চুক্তিসই তৈরি করেছে সন্দেহ।

ব্রাজিলে করোনা মহামারিতে ৫ লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটায় জনপ্রিয়তা হারিয়েছেন বলসোনারো। এর মধ্যে আবার ভ্যাকসিন দুর্নীতি তাকে ফেললো নতুন রোষানলে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply