চট্টগ্রামে সিএনজি অটোরিকশা উল্টে খালে পড়ে প্রাণ গেছে চালক ও এক নারীর। তবে অপর ৩ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নগরীর মেয়র গলি এলাকায় টিঅ্যান্ডটি কলোনির বাইলেন দিয়ে যাওয়ার সময় চালক ও ৪ যাত্রী সহ পার্শ্ববর্তী চশমা খালে পড়ে যায় সিএনজিচালিত একটি অটোরিকশা। মুষলধারে বৃষ্টির কারণে খালটি পানিতে টইটম্বুর, তার ওপর ছিলো প্রচণ্ড স্রোত, ফলে অটোরিকশাটি ডুবে মুহূর্তেই কয়েক গজ দূরে চলে যায়।
স্থানীয়রা তিনজনকে জীবিত উদ্ধার করলেও, আটকা পড়েন খতিজা বেগম নামে ৬৫ বছর বয়সী এক নারী এবং অটোরিকশা চালক সুলতান।
পরে অটোরিকশাটি তোলাে পর এ দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, দুপাশে রিটেইনিং ওয়াল না থাকায় বৃষ্টি কিংবা জলাবদ্ধতার সময় মৃত্যুকূপে পরিণত হয় চশমা খাল। তবে ১টি খালের মুখে দেয়া বাঁধ অপসারণ করায় এবার পানি দ্রুত নেমেছে বলে দাবি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের।
Leave a reply