মারা গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড

|

মারা গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড

মারা গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড। মঙ্গলবার নিউ মেক্সিকোর বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের এই মন্ত্রী ছিলেন যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী যুদ্ধের অন্যতম হোতা। নাইন ইলেভেন হামলার পর ২০০১ সালে আফগানিস্তান ও ২০০৩ সালে ইরাক আক্রমণের, মূল পরিকল্পনাকারীদের একজন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

১৯৩২ সালে শিকাগোতে জন্মগ্রহণ করেন রামসফেল্ড। ১৯৬০ সাল থেকে সরকারের বিভিন্ন পদে কাজ করেন তিনি। ১৯৭৫ সালে সর্বকনিষ্ঠ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান জেরাল্ড ফোর্ডের প্রশাসনের আমলে।

পরবর্তীতে সবচেয়ে বয়স্ক হিসেবেও পেন্টাগনের দায়িত্ব পালন করেন ২০০১ থেক ০৬ সাল পর্যন্ত। সমালোচনা আর প্রশাসনিক দ্বন্দ্বের জেরে পদত্যাগে বাধ্য হন ২০০৬-এ।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply