সৌদির যে লোকের বাড়িভর্তি ক্লাসিক গাড়ির সংগ্রহ

|

সংগ্রহ করা গাড়ির রক্ষণাবেক্ষণ জন্য নিজের পুরো বাড়িকেই গ্যারেজ বানিয়ে ফেলেছেন সৌদি আরবের এক সংগ্রাহক। নাসের আল মাসরি নামের এই ব্যক্তির সংগ্রহে আছে ক্লাসিক্যাল ডিজাইনের ৩৫টি গাড়ি। যেগুলোর সবগুলোই অত্যন্ত দুর্লভ। এর মধ্যে প্রায় শত বছরের পুরোনো গাড়িও রয়েছে।

অন্যান্য সংগ্রাহকদের তুলনায় ব্যতিক্রম সৌদি আরবের নাসের আল মাসরি। গেল ৪০ বছর ধরে পুরনো সব গাড়ি সংগ্রহ করাই নেশা এই সংগ্রাহকের। বর্তমানে ৩৫টি দুর্লভ গাড়ি রয়েছে নাসেরের সংগ্রহে। ক্ল্যাসিক ডিজাইনের এসব গাড়ির সবগুলোই সচল। এর মধ্যে সবচেয়ে পুরোনো গাড়িটির বয়স ৯২ বছর। নাসের আল মাসরি বলেন, ৯২ বছরের গাড়িটি পৃথিবীতে ওই মডেলের একমাত্র গাড়ি।

এসব গাড়ির বেশিরভাগই লিমিটেড এডিশন ডিজাইনের। কোনোটি আবার তৈরি হয়েছে বিশেষ কোনো উপলক্ষ্যকে কেন্দ্র করে। সবচেয়ে বড় বিষয়, সংগ্রহ করা এসব গাড়িকে জায়গা করে দিতে নিজের পুরো বাড়িটিই গ্যারেজ বানিয়ে ফেলেছেন নাসের। এখন নাসেরের লক্ষ্য তার মতো আরও সংগ্রাহক খুজে বের করে বড় পরিসরে প্রদর্শনী করা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply