রাজধানীর বিভিন্ন বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে কঠোর বিধি নিষেধ থাকায় ক্রেতার উপস্থিতি কম। আগের দরেই বিক্রি হচ্ছে নিত্যপণ্য।
সরকারি বিধি নিষেধ মেনে খোলা জায়গায় বাজার কার্যক্রম শুরু হয়েছে। পুলিশের ভ্রাম্যমাণ দল সকাল থেকেই তা তদারকি করছে। কিন্তু পুলিশ চলে গেলে আবার স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে উদাসীনতা দেখা দিচ্ছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, তাদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা সম্ভব নয়। এক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে হবে।
বিক্রেতার বলছেন, স্বাস্থ্য বিধি মানার জন্যে ক্রেতাদের অনুরোধ জানানো হচ্ছে। তবে অনেকে এ ব্যাপারে উদাসীন। রাজধানীতে পণ্য সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে ক্রেতারা ভোজ্য তেলের ঊর্ধ্বমুখী প্রবণতায় ক্ষোভ প্রকাশ করেছেন।
ইউএইচ/
Leave a reply