বাস মালিক সমিতির দ্বন্দ্বে ঢাকা-নওগাঁ রুটে বাস চলাচল বন্ধ

|

নওগাঁ থেকে সরাসরি ঢাকামুখী বাস চলাচল বন্ধ হয়ে গেছে বিকেল থেকে। বগুড়া ও নওগাঁ বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে বিকেল সাড়ে ৩টা থেকে এই রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে বগুড়া জেলা মোটর মালিক গ্রুপ।

জেলা মোটর মালিক গ্রুপের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম যমুনা নিউজকে জানান, বাস চলাচল নিয়ে পূর্বের দ্বন্দ্বের জেরে দুদিন ধরে বগুড়ার মালিকদের ঢাকা চলাচলকারী বেশ কটি বাস নওগাঁয় আটক করে রাখা হয়েছে। শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করে কোনো সাড়া না পাওয়ায় শনিবার নওগাঁ থেকে ছেড়ে আসা কোনো বাস ঢাকা যেতে না দেয়ার সিদ্ধান্ত নেয় বগুড়া মোটর মালিক গ্রুপ। এর ফলে নওগাঁ থেকে সরাসরি ঢাকা যেতে পারছেন না যাত্রীরা। সেক্ষেত্রে নওগাঁ থেকে বগুড়ায় এসে তারপর ঢাকার পথে যেতে পারবেন তারা। বছর খানেক পর আবারো বাস মালিকদের দ্বন্দ্বে এমন দুর্ভোগে পড়লেন যাত্রীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply