কেন ব্রাজিল ফুটবলে কখনোই নেই ২৪ নম্বর জার্সি?

|

ব্রাজিল দলে ২৪ নম্বর জার্সি দেখা যায়নি কখনোই। এর কারণ নিয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে প্রশ্ন করে রিও ডি জেনিরো আদালতের এক বিচারক। মূলত ২৪ নম্বরটি সমকামীদের সাথে সম্পৃক্ত থাকায়, সমকামীদের ধ্যান-ধারণাকে আঘাত করে কাজটি করা হয়েছে কি না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কোপা আমেরিকায় অংশগ্রহণ করা ১০ দলের মধ্যে ৯ দলের ২৪ নম্বর জার্সি থাকলেও একমাত্র দল ব্রাজিলে নেই এই নম্বরটির জার্সি। এই নিয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে প্রশ্ন করা হলে কোন উত্তর দেয়নি ফেডারেশন। মূলত ব্রাজিলে অবৈধ জুয়া সম্প্রদায়ে ২৪ নম্বরটি হরিণের সাথে সম্পৃক্ত, যা দেশটির সমকামীদের ধ্যান-ধারণা বহন করে। তাই ২৪ নম্বর জার্সিটি পরে কোনো ব্রাজিলিয়ান খেলোয়াড় মাঠে নামতে চান না।

সমকামীদের প্রতি বৈষম্য ও অপব্যবহার ব্রাজিলে অনেক আগে থেকেই চলে আসছে। এমনকি ২০১৮ সালে ব্রাজিলে ৪২০ জনের বেশী সমকামীকে হত্যা করা হয়। তাই ব্রাজিলের বিচারক দেশটির ফুটবল সংস্থাটির কাছে খেলোয়াড়দের জার্সি বন্টনে ব্যবস্থাপনার বিস্তারিত নীতিমালা সম্পর্কে জানতে চেয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply