দুই ডোজ ভ্যাকসিন ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম: ইএমএ

|

কোভিড-১৯ এর দুটি ডোজ ভ্যাকসিন করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি বা ইএমএ।

বলা হয়েছে, ইইউতে অনুমোদন পাওয়া ফাইজার-বায়োএনটেক, মডার্না, অ্যাস্ট্রাজেনেকার সবগুলো টিকাই ভেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর। এছাড়া জনসন অ্যান্ড জনসনের পূর্ণাঙ্গ এক ডোজেই সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

ইএমএ’র ভ্যাকসিন কৌশল প্রধান মার্কো কাভালেরি জানান, ডেল্টা ভ্যারিয়েন্টের দ্রুত ছড়িয়ে পড়ায় আরও বেশি সচেতন তার সংস্থা। বলেন, এই মুহূর্তে ইইউ অনুমোদিত চারটি ভ্যাকসিন সংক্রমিতদের ওপর প্রয়োগ করে গবেষণা চালিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এছাড়া গবেষণাগারের পরীক্ষাতেও দেখা গেছে টিকার অ্যান্টিবডি ডেল্টা ভ্যারিয়েন্টকে নিষ্ক্রিয় করতে সক্ষম। একই সাথে আরও গবেষণা চালানোর কথাও জানান এই বিজ্ঞানী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply