অভিবাসনপ্রার্থীদের নৌযানে গুলির অভিযোগ লিবিয়ার কোস্টগার্ডের বিরুদ্ধে

|

লিবিয়ায় কোস্টগার্ডের বিরুদ্ধে অভিবাসনপ্রার্থী বোঝাই নৌযানে গুলি করার অভিযোগ

অভিবাসনপ্রার্থীদের নৌযানে গুলির অভিযোগ লিবিয়ায় কোস্টগার্ডের বিরুদ্ধে
লিবিয়ার কোস্টগার্ডের বিরুদ্ধে উঠলো অভিবাসনপ্রার্থী বোঝাই নৌযানে গুলি করার গুরুতর অভিযোগ। বৃহস্পতিবার চাঞ্চল্যকর এ ভিডিও প্রকাশ করে জার্মান এনজিও- সিবার্ড।

পর্যবেক্ষক সংস্থাটির বিমান থেকে ধারণকৃত ফুটেজে স্পষ্ট, কোস্টগার্ডের জাহাজটি উদ্ধারের জন্য নয়, বরং তাড়া করছিলো ছোট্ট নৌযানটিকে। একইসাথে ভূমধ্যসাগরে ভাসমান নৌকাটিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ছিলো। মূলতঃ ইউরোপে প্রবেশে বাধা দিতেই এ পদক্ষেপ।

সিবার্ডের তথ্য অনুসারে, নীল রঙের কাঠের নৌকাটিতে ছিলেন ৩০ জনের বেশি আরোহী। লিবীয় জাহাজটিকে ‘পিবি- সিক্স ফোর এইট রাস জাদির’ হিসেবে শনাক্ত করেছে এনজিওটি।

চলতি বছর, লিবিয়ার বিরুদ্ধে গোলাগুলি করার অভিযোগ তুলেছিলো অন্তত ৮০ অভিবাসনপ্রার্থী। কিন্তু ছিলো না উপযুক্ত তথ্য-উপাত্ত। এবার সেই প্রমাণও দিলো সিবার্ড।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply