রাজধানীসহ সারাদেশে চলছে এক সপ্তাহের কঠোর লকডাউন। আজ ২য় দিনেও কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।
রাত থেকে বৃষ্টি হওয়ায় সকালে রাস্তায় তেমন একটা দেখা যায়নি যান্ত্রিক গাড়ি। জরুরি প্রয়োজনে খুব অল্প সংখ্যক মানুষ বাইরে বের হয়েছে। তাদের অধিকাংশ-ই গার্মেন্টস শ্রমিক। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এদের অনেককেই উদাসীন দেখা গেছে। জরুরি কাজে নিয়োজিত এবং শিল্প-কারখানার শ্রমিকরা অফিসের জন্য বের হলেও ভোগান্তিতে পড়েছেন পরিবহন সংকটে।
এছাড়া রিকশায় যেতে গুণতে হচ্ছে বাড়তি ভাড়া অভিযোগ অনেকের। তবে সড়কে অব্যাহত আছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। রাস্তায় বের হলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ।
এনএনআর/
Leave a reply