বিদেশগামী কর্মীদের টিকা পাওয়া নিয়ে জটিলতা কাটছে না। অভিযোগ, সমন্বয়হীনতায় ভুগছেন রেমিটেন্স যোদ্ধারা। নিবন্ধনের মাধ্যমে টিকা দেয়ার কথা বলা হলেও, কাজ করছে না অ্যাপস।
বৃষ্টি ভেজা দিনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে ভিড় করছেন অনেকেই। তাদের অভিযোগ অনলাইনে রেজিস্ট্রেশনের কোনো সুযোগ না থাকলেও মোবাইল সার্ভিসের মাধ্যমে দুইশ টাকা পাঠানোর কথা বলা হচ্ছে।
আবার নিজ নিজ জেলায় রেজিস্ট্রেশনের কথা বলা হলেও লকডাউনের কারণে সেটিও সম্ভব না। বিএমইটি স্মার্টকার্ড, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও টিকা পাচ্ছেন না অনেকে। একটি রিক্রুটিং এজেন্সির নতুন কর্মীদের টিকার অনুমতি দেয়া হয়েছে। এতে ক্ষুব্ধ অনেকেই।
ঢাকা ছাড়াও সকাল ৯টা থেকে সারাদেশে আরও ৫৩টি কেন্দ্রে রেজিস্ট্রেশন করার জন্য ভিড় করছেন প্রবাসীরা। সব কেন্দ্রেই নিবন্ধন জটিলতায় পড়েছেন তারা।
এনএনআর/
Leave a reply