ফাইনাল ছাড়া কোপার নকআউটের কোনো ম্যাচেই থাকছে না অতিরিক্ত সময়

|

কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা শেষ। এখন শুরু হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনাল। কোপার কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলোতে থাকছে না কোনো অতিরিক্ত সময়ের খেলা।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা অমীমাংসিত থাকলে, কোপা আমেরিকার নক আউটের ম্যাচগুলো গড়াবে টাইব্রেকারে। অতিরিক্ত সময়ের খেলাবিহীন এই আসরটি তাই ফিরে গেল ২০১৫ ও ১৬ সালের নিয়মে, যেখানে ছিল ৯০ মিনিটের পর সরাসরি টাইব্রেকার।

তবে ৭ জুলাইয়ের ফাইনালে, নির্ধারিত সময়ে কোনো ফলাফল না আসলে অতিরিক্ত ৩০ মিনিটের খেলা হবে ১৫ মিনিটের দুই অর্ধে। সেখানেও শিরোপার মীমাংসা না হলে থাকবে টাইব্রেকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply