ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের এবারের আসরে আত্মঘাতী গোল যেন থামছেই না। খেলোয়াড়দের বারবার নিজের জালে গোল দেয়া দেখে মনে হবে তারা ভুলে গেছে কোনটি নিজের গোলবার আর কোনটি প্রতিপক্ষের। যেখানে এর আগে ইউরোর সকল আসর মিলিয়ে মোট আত্মঘাতী গোলের পরিমাণ ছিল ৯টি সেখানে এই আসরেই এখন পর্যন্ত আত্মঘাতী গোল হয়েছে ১০টি।
আজ শুক্রবার (২জুলাই) রাতে ইউরোর প্রথম কোয়ার্টার ফাইনালের স্পেন বনাম সুইজারল্যান্ডের ম্যাচে ডেনিস জাকারিয়ার আত্মঘাতী গোলটি এবারের আসরের ১০ম আত্মঘাতী গোল।
ইউরোতে প্রথম আত্মঘাতী গোলটি হয়েছিল ১৯৭৬ সালের আসরে। তৎকালীন চেকোস্লোভাকিয়ার খেলোয়াড় এন্থন ওন্দ্রুস ৭৬ মিনিটে ডাচদের বিপক্ষে করেন সেই গোল। তবে ওই ম্যাচে ওন্দ্রুসের আত্মঘাতী গোলের পরও জিতে যায় চেকোস্লোভাকিয়া। এরপর ৯৬’র আসরে ১টি, ২০০০’র আসরে ১টি, ২০০৪’র আসরে ২টি, ১২’র আসরে ১টি এবং ১৬’র আসরে গোল হয় ৩টি।
এবারের আসরে তুরস্ক, পোল্যান্ড, জার্মানি, পর্তুগাল,ফিনল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড দল একটি করে আত্মঘাতী গোল করেছে। যেখানে স্লোভাকিয়া গ্রুপ পর্বের ম্যাচে স্পেনের বিপক্ষে ২টি আত্মঘাতী গোল করেছে।
Leave a reply