বিয়ের উপহার খুলতে গিয়ে বিস্ফোরণে বরের মৃত্যু

|

রিসিপশন অনুষ্ঠানে পাওয়া উপহার খুলতে গিয়ে ঘটলো বিস্ফোরণ। আর তাতেই করুণ মৃত্যু ঘটলো বর ও তার দাদীর। আর গুরুতর জখম হয়েছেন নববধূ। শুক্রবার ভারতের উড়িষ্যার বোলাঙ্গি জেলায় ঘটেছে এ ঘটনা।

পাঁচ দিন আগে বিয়ে হয়েছিল ওই দম্পতির। বুধবার ছিল রিসিপশন। প্রচুর উপহার সামগ্রী পেয়েছিলেন তারা। শুক্রবার রাতে সেই উপহার খুলতে গিয়েছিলেন নবদম্পতি। উপহারগুলো দেখার জন্য নাতি ও নতুন নাতবউয়ের সাথে হাত লাগিয়েছিলেন বরের দাদি। তখনই ঘটে বিস্ফোরণের ঘটনা।

বিকট শব্দে আশপাশ থেকে লোকজন ছুটে এসে দেখেন ঘর রক্তে ভেসে যাচ্ছে। মেঝেতে পড়ে রয়েছেন তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বৃদ্ধার। হাসপাতালে পৌঁছানোর পর মারা যান যুবক। আশঙ্কাজনক অবস্থায় থাকা স্ত্রীর চিকিৎসা চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সবার মধ্যের একই প্রশ্ন, উপহারের মধ্যে বিস্ফোরক
এল কীভাবে? কেই বা দিয়ে গেছে এমন নির্মম উপহার!

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply