Site icon Jamuna Television

জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর, অভিযোগের তীর ছাত্রলীগের দিকে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় অবস্থিত জেলা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় হামলাকারীরা কার্যালয়ের দরজা জানালা ভাঙচুর ও ব্যানার পোষ্টার ছিড়ে ফেলে। শনিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। জাতীয় পার্টির দাবি এই হামলার সাাথে সরাসরি জেলা ছাত্রলীগ জড়িত।

এ সময় কার্যালয়ে কোনো লোকজন না থাকায় কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় হঠাৎ কয়েকজন যুবক এসে অতর্কিতভাবে রেলস্টেশন এলাকার জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। কার্যালয়ে ভাঙচুর শেষে তারা পালিয়ে যায়।

জেলা জাতীয় পার্টির যুগ্ন-সদস্য সচিব নাছির আহাম্মেদ খান জানান, আমরা প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের কাছ থেকে শুনেছি ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে।

এই ব্যাপারে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব কাজী মামুনুর রশিদ বলেন, বিষয়টি দুঃখজনক।
অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নবগঠিত জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেল ভাঙচুরের সাথে ছাত্রলীগের সংশ্লিষ্টতা অস্বীকার করেন।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version