বিশ্বজুড়ে আরও ৮ হাজারের বেশি প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। মহামারিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৩৯ লাখ ৭৯ হাজার।
৪ লাখ ২৯ হাজারের কাছাকাছি নতুন সংক্রমিত শনাক্তের সংখ্যা। দৈনিক মৃত্যু আর সংক্রমণের শীর্ষে এখনও ব্রাজিল। কোভিডে একদিনে ১ হাজার ৯শ’র কাছাকাছি মৃত্যু হয়েছে দেশটিতে। নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে ৬৫ হাজারের ওপর।
পরের অবস্থানে ভারত। ৭৯৭ জনের মৃত্যুতে ৪ লাখ ১ হাজারের ওপর দাঁড়িয়েছে দেশটির মোট মৃত্যু। ২৪ ঘণ্টায় ৪৭ হাজারের বেশি মানুষের দেহে চিহ্নিত হয়েছে ভাইরাস।
রাশিয়ায় একদিনে মারা গেছে ৬৭৯ জন। শুক্রবার আর্জেন্টিনায় ৬ শতাধিক মৃত্যু হয়েছে করোনায়। আরেক লাতিন দেশ কলম্বিয়ায় প্রাণ গেছে ৫৮৬ জনের। ইন্দোনেশিয়ায় মারা গেছে ৫৩৯ জন।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৩৮ লাখ ৩০ হাজারের বেশি।
Leave a reply