লিগামেন্টের চোট নিয়ে মাঠে নেমেছিলেন ডি ব্রুইনা

|

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল থেকে পাওয়া চোট সাথে করেই এবারের ইউরো খেলতে এসেছিলেন বেলজিয়ামের সোনালী প্রজন্মের অন্যতম তারকা ডি ব্রুইনা। পর্তুগালের সাথে ম্যাচে হাঁটুতে আঘাত পেয়ে খেলা শেষ না করে তার উঠে যাওয়া দেখে ফুটবলবিশ্ব ধরেই নিয়েছিল এবারের ইউরো আর খেলা হচ্ছে বেলজিয়ামের এই রেসের ঘোড়ার।

কিন্তু জাত যোদ্ধা তো আর রণে নেমে পিছু হটে না। দেশের জন্য খেলতে নামার জন্য নিজের ক্যারিয়ারের কথা ভাবেননি ডি ব্রুইনা। বেলজিয়ামও আক্রমণে শাণ দিয়েছে তাকে ঘিরেই। তবে ভাগ্য সহায় হয়নি। দারুণ দলীয় পারফরম্যান্সে জয় তুলে সেমিতে চলে গেছে ইতালি।

ম্যাচ শেষে ডি ব্রুইনা উয়েফা ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে চোট নিয়ে মাঠে নামার কথা জানান। বিষণ্ণ ব্রুইনা বলেন, আমি আমার চিকিৎসকদের ধন্যবাদ জানাই। কিভাবে আজ মাঠে নামলাম তা ভেবে নিজেই অবাক হচ্ছি। আমার গোড়ালিতে ক্ষত আছে। লিগামেন্ট ছিঁড়ে গেছে। কিন্তু দেশের জন্য খেলাটা আমার কাছে দায়িত্ব মনে হয়েছে। আমাদের ভাগ্য খারাপ ভাল কিছু করতে পারিনি।

তবে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা দলের চোটগ্রস্থ ডি ব্রুইনাকে নামানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন ফুটবল বোদ্ধারা। তারা বলছেন, রবার্তো মার্তিনেজ একজন চোট পাওয়া খোলোয়াড়কে ঘিরে আক্রমণ সাজিয়েছেন। আর এরই সুযোগ নিয়েছে ইতালি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply