এবারের কোপা আমেরিকায় বদলে যাওয়া আর্জেন্টাইন রক্ষণের দেখা মিলেছে। বহুবছর ধরে সমালোচিত আর্জেন্টিনার ভঙ্গুর রক্ষণভাগকে ভরসা করতে শুরু করেছেন অনেকেই। শুরু হতে যাচ্ছে কোপার নক আউট পর্ব। চাপ আরও বাড়বে রক্ষণে। তবে সেই চাপ নিয়ে চিন্তিত নন আর্জেন্টাইন ডিফেন্ডার ওতামেন্দি। দলের বাকিদের তিনি কথা দিয়েছেন, রক্ষণ অটুট রাখবেন বাকিরা যেনো ভারমুক্ত হয়ে আক্রমণাত্মক ফুটবল খেলে।
আগামী রোববার (৪ জুন) সকাল ৭টায় কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে মেসি-আগুয়েরোরা। এর আগে এক সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার খেলার লক্ষ্য ও তাদের রক্ষণ নিয়ে বিস্তারিত কথা বলেছেন এই ডিফেন্ডার।
আর্জেন্টাইন রক্ষণের এই সেনাপতি বলেছেন, নিজের ওপর আস্থা রাখলেও প্রতিপক্ষকে মোটেই হালকাভাবে নিচ্ছে না তারা। তাদের মাঝে প্রতিপক্ষকে গুরুত্বের সাথে না নেওয়ার মনোভাব নেই। যে কেউ যে কোনো সময় আগ্রাসী হয়ে উঠতে পারে। তবে এবারের রক্ষণ নিয়ে তারা আত্মবিশ্বাসী।
আর্জেন্টিনার হয়ে অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা ওতামেন্দি শিরোপাজয়ে নিজেদের দৃঢ়তার কথা উল্লেখ করে বলেছেন, রক্ষণভাগ ঠিক থাকলে বাকিরা আক্রমণে বাড়তি সাহস পায়। তারা আরও ভারমুক্ত থাকে। আমাদের লক্ষ্য শুধুই শিরোপা।
২০১৫ ও ২০১৬ দুই আসরে শিরোপার খুব কাছে গিয়ে ফিরে আসার আক্ষেপ তাদের শিরোপাজয়ের তাড়না আরও বাড়িয়েন দিয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।
Leave a reply