অহেতুক রাস্তায় নামায় ৩৪৬ জনকে লক্ষাধিক টাকা জরিমানা

|

দেশব্যাপী লকডাউনের তৃতীয় দিন রাজধানীতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর সড়কগুলোতে সারাদিন ছিল পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর তৎপরতা। লকডাউনের বাধ্যবাধকতা মানতে শহরের বেশিরভাগ মানুষ অবস্থান করছেন ঘরে। তবে অনেকেই নানা অজুহাতে জরুরি কারণ ছাড়াই বের হয়েছেন। যারা যৌক্তিক কারণ ছাড়া রাস্তায় নেমেছেন জেল-জরিমানা করা হচ্ছে তাদের। ডিএমপি মোবাইল কোর্ট মাধ্যমে গ্রেফতার করেছে ৬২১ জনকে। ৩৪৬ জনকে জরিমানা করেছে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা।

পুলিশের পাশাপাশি লকডাউন কার্যকরে মাঠে নেমেছে র‍্যাব। কঠোর লকডাউনের মধ্যে গেলো দুইদিনে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। দুপুরে রাসেল স্কায়ার এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, সারা দেশে ৪শ’র বেশি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

খন্দকার আল মঈন আরও জানান, সন্ধ্যার পরে অধিকতর কঠোর অভিযান পরিচালনা করবে র‍্যাব। জনগণকে অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানান তিনি।

র‍্যাব পুলিশের পাশাপাশি লকডাউন কার্যকর করতে পথে দেখা গেছে সেনাবাহিনীর সদস্যদের। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় কাজ করেছেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply