Site icon Jamuna Television

প্রস্তুতি ম্যাচে রান পেলেন সাইফ, শান্ত ও সাকিব

হারারেতে জিম্বাবুয়ে একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ১ম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। প্রতিবেদনটি খেলার সময় বাংলাদেশের রান ছিল ২ উইকেটে ২৯৩।

সারাদিনে জিম্বাবুয়ে একাদশের বোলাররা খুব একটা সুবিধা করতে পারেনি। তাই অন্যান্য ব্যাটারদের ব্যাটিং এর সুযোগ দিতে বিশ্রামে গেছেন সাকিব সহ বাংলাদেশের তিনজন। ওপেনার শাদমান ইসলাম ছাড়া রান পেয়েছেন সবাই। আরেক ওপেনার সাইফ হাসান ৬৫, নাজমুল শান্ত ৫২, মমিনুল হক ২৯ এবং একদিনের মেজাজে ব্যাট চালিয়ে সাকিব আল হাসান করেছেন ৫৬ বলে ৭৪। লিটন দাস ৩৪ ও মাহমুদউল্লাহ ব্যাট করছিলেন ২৮ রান নিয়ে। শাদমান ও মমিনুল ছাড়া আউট হননি কেউই।

Exit mobile version