ভোলায় বিধিনিষেধ অমান্য করায় ৭৮ জনকে জরিমানা

|

সারাদেশের মতো দ্বীপজেলা ভোলাতেও করোনা বিধিনিষেধ নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ায় এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা করা হয়েছে অন্তত ৭৮ জনকে।

শনিবার (৩ জুলাই) স্বাস্থ্যবিধি প্রতিপালন ও সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে দুপুর ২টা পর্যন্ত ভোলা জেলায় পরিচালিত মোট ১১টি ভ্রাম্যমাণ আদালত ৭৫ টি মামলায় ৭৮ জনকে ৬০,২০০ টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে, ভোলা সদরে ৪টি ভ্রাম্যমাণ আদালত ২৮টি মামলায় ২৭ জনকে ৩৩,৪০০টাকা জরিমানা করেছে। এছাড়া, দৌলতখানে ৯টি মামলায় ৯ জনকে ২৭০০টাকা, বোরহানউদ্দিনে ১৩টি মামলায় ১৩ জনকে ৮১০০টাকা, লালমোহনে ১২টি মামলায় ১২ জনকে ৫৭০০টাকা ও তজুমদ্দিনে ৫টি মামলায় ৫ জনকে ১০০০টাকা জরিমানা করা হয়েছে।

ঘরের বাইরে বের হয়ে বাজারে ঘোরাফেরা ও আড্ডা না দিতে সাধারণ মানুষকে সচেতন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানসহ বিপণিবিতান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা ব্যক্তিগত যানবাহনসহ সব প্রকার গণপরিবহন। তবে মূল সড়কে কঠোর লকডাউন থাকলেও অলিগলিতে মানুষের চলাচল লক্ষ্য করা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply