Site icon Jamuna Television

ইংল্যান্ডের শুরুর একাদশে জেডন স্যাঞ্চো

স্টাডিও অলিম্পিকোতে আজ কিছুক্ষণের মধ্যেই ইউক্রেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে ইংল্যান্ড। আর ইংল্যান্ডের ম্যাচ মানেই গ্যারেথ সাউথগেটের একাদশ নির্বাচন নিয়ে নানা আলোচনা ও সমালোচনা। আজকের ম্যাচ নিয়েও শুরু হয়েছে সেরকমই, কারণ প্রথমবারের মতো ইংল্যান্ডের শুরুর একাদশে থাকছেন এখনো ইউরোতে কোনো মিনিটই না খেলা উইঙ্গার জেডন স্যাঞ্চো।

শুরুর একাদশে থাকবেন না কাইরন ট্রিপিয়ার ও বুকায়ো সাকা। আইসোলেশন শেষ করে স্কোয়াডে ফিরেছেন ম্যাসন মাউন্ট। এবং জেডন স্যাঞ্চো অবশেষে খেলার সুযোগ পাবেন; হ্যারি কেইন ও রাহিম স্টার্লিং এর সাথে থাকবেন আক্রমণভাগে।

আর রক্ষণভাগ থাকবে গত অপরিবর্তিত। বেঞ্চে অপেক্ষায় থাকবে গ্রিয়ালিশ, রাশফোর্ড, ফিল ফোডেনের মত খেলোয়াড়রা।

Exit mobile version