Site icon Jamuna Television

শিশু গৃহকর্মীকে নির্মম নির্যাতন, গৃহকর্ত্রী ও স্বামী আটক

রাজধানীর তোপখানা রোডে শিশু গৃহকর্মীকে নির্মম নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী ও তার স্বামীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সুইটি নামের বারো বছরের শিশুটি তোপখানা রোডের একটি বাসায় নয় মাস ধরে কাজ করছিল।

প্রায় প্রতিদিনই নানা অজুহাতে গৃহকর্তা ও গৃহকর্ত্রী স্বামী-স্ত্রী উভয়েই শিশুটিকে শারীরিক নির্যাতন করতো। গতকাল শনিবার (৩ জুলাই) নির্যাতনের পর মেয়েটি সেই বাসা থেকে বেরিয়ে আরেকটি ফ্ল্যাটে আশ্রয় নেয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতিত মেয়েটির ছবিসহ পোস্ট দেয় এক প্রতিবেশী। সেই ছবিতে দেখা যায় মেয়েটির চোখের নিচে আঘাতের চিহ্ন। পশ্চাৎদেশের উভয়পাশে আগুনে পোড়া ঘা চোখে পড়ে।

পরে পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং এর তৎপরতায় শাহবাগ থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। সেই সঙ্গে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত স্বামী মো. তানভির আহসান এবং স্ত্রী অ্যাডভোকেট নাহিদকে গ্রেফতার করে পুলিশ। মেয়েটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায় শাহবাগ থানা।

Exit mobile version