Site icon Jamuna Television

ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ ৪৩ জন নিখোঁজ

ভূমধ্যসাগরে অভিবাসী বোঝাই নৌকাডুবির ঘটনায় বাংলাদেশিসহ কমপক্ষে ৪৩ জন নিখোঁজ রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৮৪ জনকে। তবে নিখোঁজ এবং উদ্ধার হওয়ারদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা জানা যায়নি এখনও।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার (৩ জুলাই) লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার সময় তিউনিশিয়া উপকূলে ডুবে যায় নৌকাটি। যাত্রীদের বেশিরভাগ বাংলাদেশ, সুদান এবং ইরিত্রিয়ার নাগরিক ছিলেন। তারা লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলের জুওয়ারা এলাকা থেকে রওনা হয়েছিল।

গত রোববার (২৭ জুন) নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় বাংলাদেশিসহ ১৭৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে তিউনিসিয়ার নৌবাহিনী। এছাড়া এপ্রিলে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ বছরের শুরুতে প্রায় ১৯ হাজার ৮০০ জন অভিবাসী দেশটিতে পৌঁছেছে। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ৬ হাজার ৭০০ জনের বেশি।

Exit mobile version