ফের উত্তপ্ত বলি পাড়া। ব্যাংক লোনার প্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকা খেলাপির অভিযোগে অভিনেতা ডিনো মোরিয়া, হৃত্বিক রোশনের প্রাক্তন শ্বশুর সঞ্জয় খান, ফারহা খানের প্রাক্তন স্বামী ডিজে আকিল এবং প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের জামাই ইরফান আহমেদ সিদ্দিকির প্রায় ৮ কোটি ৭৯ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এর মধ্যে সঞ্জয় খানের বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মূল্য ৩ কোটি টাকা, ইরফান আহমেদ সিদ্দিকির ২.৪১ কোটি টাকা, ডিজে আকিলের ১.৯৮ কোটি টাকা এবং ডিনো মোরিয়ার ১.৪ কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এনএনআর/
Leave a reply