Site icon Jamuna Television

করোনাভাইরাস: বিশ্বজুড়ে কিছুটা কমেছে দৈনিক মৃত্যুহার

করোনাভাইরাস: বিশ্বজুড়ে কিছুটা কমেছে দৈনিক মৃত্যুহার

বিশ্বজুড়ে কিছুটা কমেছে দৈনিক মৃত্যুহার। শনিবার আরও ৭ হাজার মানুষ মারা গেছেন করোনাভাইরাসে। মোট প্রাণহানি ৩৯ লাখ ৮৭ হাজারের মতো। স্বস্তির বিষয়- করোনামুক্ত হয়েছেন ১৬ কোটি ৮৬ লাখের কাছাকাছি।

দৈনিক মৃত্যু-সংক্রমণে এখনো শীর্ষে ব্রাজিল। লাতিন দেশটিতে শনিবারও ১৬শ’র বেশি মানুষ মারা গেলেন করোনায়। নতুনভাবে শনাক্ত হলো সাড়ে ৫৪ হাজার সংক্রমণ।

ভারতেও ৯৪৭ জনের মৃত্যু লিপিবদ্ধ হলো শনিবার। একইসাথে ৪৩ হাজারের বেশি মানুষের দেহে মিললো ভাইরাসটি।

এদিকে গেলো বছর মার্চের পর দিনে একশো’র কম মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন মূলুকে ৯৬ জন মারা গেছেন; শনাক্ত সাড়ে ৭ হাজারের বেশি। রাশিয়ায় গেলো ক’দিন ধরেই ঊর্ধ্বমুখী প্রাণহানি। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭শ’। শনিবার ৫৯১ জনের মৃত্যু দেখলো লাতিন দেশ- কলম্বিয়া। বিশ্বে মোট আক্রান্ত পৌনে ১৯ কোটির কাছাকাছি।

এনএনআর/

Exit mobile version