Site icon Jamuna Television

অস্ত্রবিরতির মধ্যে গাজায় আবারও বিমান হামলা ইসরায়েলের

অস্ত্রবিরতির মধ্যে গাজায় আবারও বিমান হামলা ইসরায়েলের

অস্ত্রবিরতির দেড়মাসের মধ্যে গাজা ভূখণ্ডে চতুর্থদফা বিমান হামলা চালালো ইসরায়েল। শনিবারের সহিংসতায় প্রাণ হারালেন এক ফিলিস্তিনি।

নাবলুস এলাকায় দখলদার ইহুদি এবং ফিলিস্তিনিদের মধ্যে বাঁধে সংঘাত। পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে এলোপাতাড়ি ফাঁকা গুলি ছোঁড়ে ইসরায়েলি সেনাবাহিনী। যাতে নিজ বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা এক তরুন প্রাণ হারান। তাকে মোহাম্মদ ফরিদ হাসান হিসেবে শনাক্ত করে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। সহিংসতায় আরও দুই নিরাপরাধ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হন; তাদের অবস্থা সংকটাপন্ন।

এদিকে ভোররাতে হামাসের গোপন ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে- এমনটা দাবি ইসরায়েলের।

মে মাসে অস্ত্রবিরতি কার্যকরের আগে দু’পক্ষের সংঘাতে প্রাণ হারিয়েছেন ২৫৬ ফিলিস্তিনি। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এনএনআর/

Exit mobile version