করোনার ভ্যাকসিন দুর্নীতি; প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল ব্রাজিল

|

করোনার ভ্যাকসিন দুর্নীতি; প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল ব্রাজিল

করোনার ভ্যাকসিন চুক্তিতে দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্ট জেইর বোলসোনারো বিরোধী বিক্ষোভে উত্তাল ব্রাজিল। শনিবার তার পদত্যাগের দাবিতে বিভিন্ন শহরে ছিলো জোরালো প্রতিবাদ।

এসময় মহামারিতে ৫ লাখের বেশি মানুষের মৃত্যুর জন্য প্রেসিডেন্টের দুর্বল স্বাস্থ্যনীতিকে দায়ী করেন বিক্ষুব্ধ জনতা। চলমান বিক্ষোভে যোগ দিয়েছেন বিরোধীদলের নেতা-কর্মীরাও। এতে আন্দোলন পেয়েছে নতুন মাত্রা।

দীর্ঘদিন ধরেই প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ব্রাজিলীয়রা। করোনা প্রতিরোধে বরাবরই ছিলো তার সরকারের উদাসীনতা।

সম্প্রতি ভারতের কোভ্যাক্সিন টিকা কেনার চুক্তিতে নানা অনিয়ম ও দুর্নীতি ধরা পড়ে। এতে বেশ বিপাকেই পড়েছেন বোলসোনারো। সর্বোচ্চ আদালতের নির্দেশে তার বিরুদ্ধে তদন্তে শুরু করেছেন দেশটির শীর্ষ কৌসুলীরা।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply