জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর হাইকোর্টে ফের শুনানি হবে আজ।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে হবে শুনানি। খালেদা জিয়ার জামিন আবেদনটি সংশ্লিষ্ট বেঞ্চের দৈনন্দিন কার্যতালিকার ৩৬ নম্বরে অন্তর্ভুক্ত রয়েছে। অরফানেজ ট্রাস্ট মামলায় দেয়া সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল বৃহস্পতিবার শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। একইসঙ্গে স্থগিত করে অর্থদণ্ডও।
গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই মামলায় ১০ বছরের জন্য সশ্রম কারাদন্ড হয়েছে তারেক রহমানসহ পাঁচ জনের।
Leave a reply